প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে কোনঠাসা করে দিয়ে যেনো উড়ছিলো বিরাট কোহলির দল। কিন্তু পরের দুই ম্যাচ জিতে অ্যারন ফিঞ্চের দল চলে আসে সমতায়।
ওয়ানডেতে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির খুব বেশি নেই। এর আগে মাত্র দুটি দল এই ইতিহাস গড়তে পেরেছে। দুই দল মিলে তিনবার এই নজির দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে।
২০০৩ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকা এই ইতিহাস গড়ে। ২০০৫ সালে এই ঘটনা ঘটায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হাবিবুল বাশারের অধিনায়কত্বে প্রথম দুই ম্যাচ হেরেও সিরিজ জেতে বাংলাদেশ।
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা আবারও এই নজির গড়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জেতে সিরিজ। এবার নিজেদের ইতিহাসে প্রথম আর ওয়ানডে ইতিহাসের তৃতীয় দল হিসেবে তা করে দেখাল অস্ট্রেলিয়া। তবে এই হিসেব শুধুই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের।
এর আগে অবশ্য ২০০৫ সালে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পরও শেষ চার ম্যাচ জিতে নজির গড়ে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমকেএম/এমএমএস