বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয় দু’দল। তবে প্রথমে ব্যাট করা রূপগঞ্জ মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রানে তোলেন দুই ওপেনার এনামুল ও রুবেল মিয়া। রুবেল ৬১ বলে ৪টি চারের সাহায্যে ৪৪ করে নাবিল সামাদের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন। তবে এদিন নেতৃত্বের ভার একাই কাঁধে তুলে নেন বিজয়। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের দশম সেঞ্চুরি।
ভারতীয় ব্যাটসম্যান সুদীপ চ্যাটার্জির সঙ্গে আরও ৪১ রান যোগ করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিজয়। তিনি ১১১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় বরাবর ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো প্রাইম ব্যাংক বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ ব্যাটসম্যানরা। ওপেনার এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ও জাকের আলী ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। সাঈম ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া জাকেরের ব্যাট থেকে আসে ৪৭ রান।
প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে মোহোর শেখ, আল-আমিন হোসেন, আরিফুল হক, আব্দুর রাজ্জাক ও অলক কাপালি দুটি করে উইকেট তুলে নেন।
এ জয়ে আবার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলা প্রাইম ব্যাংক। ৩ ম্যাচে দুটি জয়ের বিপরীতে তারা হেরেছে একটিতে। অন্যদিকে হেরে পাঁচে নেমে গেছে রূপগঞ্জ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৯
এমএমএস