ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই খেলতে যাবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই খেলতে যাবে বাংলাদেশ’ নাজমুল ইসলাম পাপন। ফাইল ছবি: শোয়েব মিথুন

মসজিদের সামনে প্রধান সড়কে টিম বাস রেখে হেটে আল নূর মসজিদের দিকে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবারের (১৫ মার্চ) জুমার নামাজ আদায়ের জন্য। কিন্তু মসজিদের কাছাকাছি যেতেই গোলাগুলির শব্দ। এক নারী সতর্কও করে দিলেন সেদিকে না যেতে। 

অনেকটা দৌড়ে ক্রিকেটাররা ফিরলেন টিম বাসে। কিন্তু সমস্ত সড়ক বন্ধ থাকায় যেতে পারছিলেন না।

ঘন্টাখানিক পর পার্কের মধ্য দিয়ে হেটে স্টেডিয়ামে পৌঁছান ক্রিকেটাররা। জানা গেছে ক্রিকেটাররা সবাই নিরাপদে ও সুস্থভাবে টিম হোটেলে পৌঁছেছেন।

এদিনই দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের নিজের বাসভবনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল ইসলাম পাপন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝে টাইগারদের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে পাপন বলেন, ‘এরপর থেকে যেখানেই দল যাক না কেনো ,আমাদের মিনিমাম পাওনা নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করে যেতে হবে। সেটা যারা দিতে পারবে তাদের সেখানেই আমরা খেলতে যেতে পারবো, এছাড়া আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়। ’ 

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।