নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদসহ কয়েকটি স্থানে অন্তত দুই সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।
মসজিদের কাছেই মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। খেলোয়াড়রা সেখানে গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাঠের দিকে চলে যান। সেসময় তাদের সঙ্গে কোনো নিরাপত্তা প্রহরা ছিল না।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার (১৬ মার্চ ) বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে হামলার কারণে সে ম্যাচ বাতিল করা হয়েছে।
হামলার পর টুইটার বার্তায় নিজেদের নিরাপদ থাকার ব্যাপারটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
তামিম ইকবালের নিরাপদ থাকার মেসেজ পাওয়ার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আয়েশা। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, ‘ক্রাইস্টচার্চের মসজিদের ওই ভয়ানক খবর শুনে ঘুম থেকে উঠেছি। ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আল্লাহ্ তাদের পরিবারকে শোক সইবার শক্তি দিন। '
‘আপনাদের সকল মেসেজের জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ্, তামিম নিরাপদে আছে। সবাই তামিমের জন্য দোয়া করবেন। '
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশে ফিরে আসবেন তামিম-মুশফিকরা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএইচএম