ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

উইকেন্ড ডে একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
উইকেন্ড ডে একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন টুর্নামেন্টের উদ্বোধন করছেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ

নীলফামারী: নীলফামারীর শেখ রাসেল স্টেডিয়ামে (সৈয়দপুর স্টেডিয়ামে) উইকেন্ড ডে একাডেমি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে (১৫ মার্চ) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

 

এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।

টুর্নামেন্টে মোট ১৩টি একাডেমি দল অংশ নিচ্ছে। খেলা ছুটির দিনে অনুষ্ঠিত হবে এবং চলবে বছর ব্যাপী। উদ্বোধনী খেলায় অংশ নেয় আদানী ক্রিকেট একাডেমি বনাম ইয়াংস্টার ক্রিকেট একাডেমি।  

আদানী ক্রিকেট একাডেমি ১৬ ওভার খেলায় ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইয়াংস্টার ক্রিকেট একাডেমি সবক’টি উইকেট হারিয়ে ৭৯ রান পায়। ফলাফলে আদানী ক্রিকেট একাডেমি জয় লাভ করে। বাংলাদেশ স্পোর্টস ডেভলপমেন্ট বোর্ড এ খেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।