ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের দেখা পেয়েছে মোহামেডান, গাজী গ্রুপ ও বিকেএসপি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জয়ের দেখা পেয়েছে মোহামেডান, গাজী গ্রুপ ও বিকেএসপি জয়ের দেখা পেয়েছে মোহামেডান-ছবি: বাংলানিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে শেষ বলে ১ উইকেটে হারিয়েছে মোহামেডান। একইদিনে জয়ের দেখা পেয়েছে গাজী গ্রুপ ও বিকেএসপিও।

শুক্রবার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মার্শাল আইয়্যুব ও তাইবুর রহমানের অর্ধ-শতকে ভর করে ৮ উইকেটে ২৪৮ রান করে প্রাইম দোলেশ্বর। মার্শাল ৬৮ ও তাইবুর অপরাজিত ৭২ রান করেন।

মোহামেডানের শফিউল ও আলাউদ্দিন বাবু ৩টি করে উইকেট নেন।  

২৪৯ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল মোহামেডান। সোহাগ গাজীর ৫১ বলে ৭০ রানের অসাধারণ এক ইনিংসের কল্যাণে পায় মোহামেডান। শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মোহামেডানের শফিউল।  

সোহাগ গাজী ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পযেন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।
 
আরেক ম্যাচে নারায়নগঞ্জের ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে ২০ রানে হারিয়েছে বিকেএসপি।  

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মাহমুদুল হাসান জয়ের অর্ধ-শতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে বিকেএসপি। জয় ৬৬ রান করে আউট হন।  

উত্তরার নাহিদ ও আব্দুল গফফার ২টি করে উইকেট নেন।  

জবাবে ব্যাট করতে নেমে রেজা আলী দার ও শাখির হোসাইনের অর্ধ-শতকের পরও ম্যাচ জিততে পারেনি উত্তরা। ১৮১ রানে অলআউট হয় তারা। রেজা ৫১ ও শাখির ৫০ রান করেন।  

এই জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান বিকেএসপির।
 
দিনের অন্য ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  

সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে মাত্র ১৩৮ রানে অলআউট হয় খেলাঘর।  

খেলাঘরের মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৫৭ রান করেন।  

রাব্বি ২৪ রানে ৫ উইকেট নেন।  

১৩৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে করতে নেমে শামসুর রহমান ও পারভেজ রাসুলের ব্যাটিং দৃড়তায় ৬১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় গাজী গ্রুপ। শামসুর ৫১ ও পারভেজ অপরাজিত ৫৯ রান করেন।  

খেলাঘরের রবিউল হক ৪১ রানে ৫ উইকেট নেন।  গাজী গ্রুপের রাব্বি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।  

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে গাজী গ্রুপ।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, মার্চ ১৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।