ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তথা তিন ফরম্যাটেই নিজ দেশের প্রথম জয় পাওয়া দলের একাদশে থাকার অনন্য কীর্তি গড়েছিলেন মোহাম্মদ রফিক। ১৯৯৭ সালে কেনিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ জেতার স্বাদ পায় বাংলাদেশ।
৮ বছর পর ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দেখা পায় বাংলাদেশ। ২২৬ রানের বিশাল জয় পাওয়ার ওই ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসে ৬৯ ও অপরাজিত ১৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আসে প্রথম টি-টোয়েন্টি জয়। ওই ম্যাচের দলেও ছিলেন রফিক। ৫ উইকেটে জেতা ম্যাচে তিনি ব্যাট হাতে ১৩ আর বল হাতে ২২ রানে নেন ১ উইকেট।
১৩ বছর এসে একই কীর্তিতে নাম লেখালেন সাবেক আফগান অধিনায়ক নবী। সোমবার (১৮ মার্চ) দলের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে দুই ইনিংসে বল ঘুরিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ।
এর আগে ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের প্রথম ওয়ানডে ম্যাচ জেতা দলটির অংশ ছিলেন নবী। স্কটিশদের ৮৯ রানে হারিয়ে দেওয়া ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
২০১০ সালে নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই জয়ের দেখা পেয়ে যায় আফগানরা। কানাডাকে ৫ উইকেটে হারিয়ে দেওয়া ওই ম্যাচে ব্যাট হাতে ১২ বলে ২৩ রান করার পর বল হাতে ১ উইকেট নিয়েছিলেন নবী।
ভাগ্যিস নবী এই কীর্তিতে নাম লেখিয়েছেন। নয়তো মোহাম্মদ রফিকের ওই অবিশ্বাস্য কীর্তির কথা তো ক্রিকেটভক্তরা ভুলতেই বসেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমএইচএম