জাতীয় দলের ক্রিকেটাররা খুব কাছ থেকেই দেখেছেন এই বীভৎস দৃশ্য। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তামিম-মুশফিকরা।
দেশে ফিরলেও মানসিকভাবে অনেক ক্রিকেটারই ভেঙ্গে পড়েছেন। সামনে বিশ্বকাপ, ক্রিকটোররা যাতে দ্রুত এই ‘ট্রমা’র ভেতর থেকে বের হয়ে আসতে পারেন, খেলায় যেন এর প্রভাব না পড়ে, সেই চিন্তা করেই ক্রিকেটারদের জন্য একজন মনোবিদ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এবারই প্রথম নয়, গত অক্টোবরে মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটারদের মনস্তত্ত্ব নিয়েমনস্তত্ত্ব নিয়ে কাজ করতে এসেছিলেন কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খান। কিন্তু এবারের প্রেক্ষাপট পুরো ভিন্ন। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর তামিম-মুশফিকরা একপ্রকার ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। সামনে বিশ্বকাপ। তার আগে আছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে হবে। তাই খেলোয়াড়দের মনোবল ঠিক রাখতেই দ্রুত মনোবিদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সোমবার (১৮ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেটে ক্রিকেটারদের নিরাপদে ফিরে আসা ও ক্রাইস্টচার্চে নিহত লোকজনের আত্মার মাগফিরাত কামনায় আজ এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আজকে ওদের (ক্রিকেটার) সঙ্গে কথা বলেছি। আগের থেকে অনেক ভালো মনে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা দ্রুতই এটা থেকে বের হয়ে আসতে পারবে। ‘
তিনি আরও বলেন, ‘তবে এজন্য নয় আমরা চিন্তা করছি সামনে বিশ্বকাপ আছে তার আগে যদি কোনো মনোবিদ এসে তাদের সাথে সময় কাটায় তবে পুরো দলের জন্যই ভালো হবে। সেখানে কথা বলে যদি মনে হয় কারও বিশেষ দিকে নজর দেয়া দরকার তবে তাদের দিকে সেভাবেই নজর দেব। ’
তবে কবে নাগাদ মনোবিদ নিয়োগ দেয়া হবে তা জানাননি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘন্টা, মার্চ ১৮, ২০১৯
আরএআর/এমএইচএম