আসন্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর নিয়ম অনুযায়ী খেলা হবে রাউন্ড রবিন নিয়মে। মানে অংশ নেওয়া প্রতিটি দলকেই বাকি সব দলের মুখোমুখি হতে হবে।
কিন্তু প্রশ্ন উঠেছে, নকআউট পর্বে আবারও ভারত-পাকিস্তান মুখোমুখি হলে কী হবে? এই প্রশ্নের উত্তরে সামনে এলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তার মতে, ফাইনাল হলেও ভারতীয়রা ম্যাচ ছাড়ার মানসিকতা রাখে।
সাবেক এই ওপেনার বলেন, ‘দুই পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। দেশ গুরুত্বপূর্ণ, নিহত ৪০ সেনা একটি ক্রিকেট ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা বিশ্বকাপের ফাইনালেও (তাদের পেয়ে) যাই, তবেও ম্যাচ ছেড়ে দেয়ার প্রস্তুতি রাখা উচিত। সমাজের কেউ কেউ বলছেন, খেলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। কিন্তু একটি ক্রিকেট ম্যাচ খেলার চেয়ে জওয়ানরা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমকেএম/এমএমএস