ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আবাহনীর সহজ জয় আবাহনীর জয়। ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মঙ্গলবারের (১৯ মার্চ) ম্যাচে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের দল।

ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০৩ রান তোলে শাইনপুকুর। আর তা সহজেই টপকে যায় আবাহনী।

শাইনপুকুরের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ওপেনার সৌম্য সরকার ও ওয়াসিম জাফর দারুণ শুরু করেন। দুজনের ৬২ রানের জুটি গড়েন। ৩৩ রানে সৌম্য আউট হলে ভাঙ্গে সে জুটি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তকে (৪২) সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। ইনিংসের সর্বোচ্চ ৭৬ রান আসে জাফরের ব্যাট থেকেই।

শেষ পর্যন্ত সাব্বির রহমান (১৩) ও মুনির শাহরিয়ার (২১) রানে অপরাজিত থেকে নয় বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় তুলে নেয়। ম্যাচসেরা হন ওয়াসিম জাফর।

ওয়াসিম জাফর।  ছবি: শোয়েব মিথুন

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। মাত্র ৪০ রানের মধ্যে জাতীয় দলের ওপেনার সাদমান ইসলামসহ তিন উইকেট তুলে নেন আবাহনীর বোলাররা। এরপর মিডলঅর্ডারের তৌহিদ হৃদয় (৩৯) ও আফিফ হোসেনের (৪৮) ব্যাটে রান বাড়ানোর চেষ্টা করেও আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুখে খুব বেশি দূর এগোতে পারেনি শাইনপুকুর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রানে থামে তাদের ইনিংস।  

আবাহনীর হয়ে মোসাদ্দেক তিনটি ও নাজমুল ইসলাম দুটি উইকেট নেন। এছাড়া পেসার রুবেল হোসেন নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।