শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা হতে পারে এই বিয়ে, এমনটাই জানিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের পারিবারিক সূত্র। প্রথমে বিয়ের ব্যাপারে কথা বলতে কিছুটা অস্বীকৃতি জানালেও, পরে সূত্র থেকে জানা যায়, আগামীকাল জুমার নামাজের পর মেয়ের বাড়িতে যাবেন মোস্তাফিজের পরিবার।
সেখানেই একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হবে। আরও ৩ থেকে ৪ মাস পর হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।
সূত্রটি জানায়, পাত্রীর বাড়িও মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরাতেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।
২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৪৩ ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমকেএম