ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফো জানাচ্ছে, শাস্ত্রীর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না বিসিসিআই। নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়ার কথাই ভাবছে বোর্ড।
৩০ মে শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে ইংল্যান্ড বিশ্বকাপ। জুলাইয়ের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। এই সফরের আগেই নতুন কোচ নিয়োগের কাজ শেষ করবে বিসিসিআই। তবে এর মধ্যে পছন্দ সই কোচ না পেলে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অন্তর্বর্তী কোচ নিয়োগ দিতে পারে বোর্ড।
মূলত, শাস্ত্রীর নিয়োগের সময় বলা হয়নি চুক্তির মেয়াদ বাড়বে। তাই স্বয়ংক্রিয়ভাবেই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরি হারাবেন শাস্ত্রী। তবে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন তিনি। কিন্তু সেক্ষেত্রে আবারও তাকে অন্যান্য প্রার্থীদের মতোই সাক্ষাৎকার দিতে হবে।
শাস্ত্রীর পাশাপাশি মেয়াদ শেষে চাকরি হারাবেন তার সহকারীরাও। সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধর আছেন এই তালিকায়।
নতুন কোচ নিয়োগ করবেন আগের মতোই তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) যেখানে আছেন শচীন টেন্ডুলকার, ভি ভি এস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলী।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমকেএম