ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল সম্প্রচার করবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আইপিএল সম্প্রচার করবে না পাকিস্তান পাকিস্তানে দেখা যাবে না এবারের আইপিএল-ছবি: সংগৃহীত

আগামী ২৩ মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। কিন্তু এবারের আইপিএলের কোনো ম্যাচ পাকিস্তানে সম্প্রচার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত পাকিস্থান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার মাঝপথে থামিয়ে দিয়েছিল ভারত। তারই পাল্টা হিসেবে এবার আইপিএল নিষিদ্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় দেশটির আধা সামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত ও অনেকেই আহত হন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তান মুখোমুখি অবস্থানে চলে আসে। অনেকটা যুদ্ধংদেহী অবস্থা।

সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পিএসএল’র সম্প্রচারের দায়িত্ব থেকে সরে আসে ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স মিডিয়া। সেই ঘটনার জবাবেই এবার আইপিএল নিয়ে একই ভূমিকায় নামছে পাকিস্তান।

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে ফাওয়াদ আহমেদ চৌধুরী বলেন, ‘পিএসএল চলাকালীন ভারতীয় প্রতিষ্ঠান ও সরকার যেভাবে পাকিস্তানের ক্রিকেটকে টার্গেট করেছে...এরপর আমরা পাকিস্তানে আইপিএল সম্প্রচার বরদাস্ত করতে পারি না। '

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।