ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের আশীর্বাদ সারলেন লিটন দাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
বিয়ের আশীর্বাদ সারলেন লিটন দাস লিটন কুমার ও সঞ্চিতা/ফাইল ছবি

দিনাজপুর: জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস আনুষ্ঠানিকভাবে বিয়ের আশীর্বাদ শেষ করেছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বিশ্বকাপের পর। সবকিছু ঠিক থাকলে পাত্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি'র ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন লিটন কুমার দাস।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে দিনাজপুর শহরে কনের বাড়িতে এ আশীর্বাদ সম্পন্ন করা হয়। তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।

লিটন দাসের পারিবারিক সূত্রে জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি অধ্যয়নরত দিনাজপুর শহরের দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে আংটি বদল করে আশীর্বাদ অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এজন্য এখনই কাউকে জানানো হচ্ছে না। বিশ্বকাপের পর সবকিছু জানানো হবে।

এদিকে বিশ্বকাপের আগে জাতীয় ক্রিকেট দলে যেন বিয়ের ধুম লেগেছে। সম্প্রতি মোস্তাফিজ-সাব্বিরের পর এবার লিটন ও মুমিনুলও দ্বিতীয় ইনিংস শুরু করছেন।

সদ্য ঘোষিত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড়ে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।