ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভালোবেসে ঘর বাঁধলেন দুই দেশের দুই নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ভালোবেসে ঘর বাঁধলেন দুই দেশের দুই নারী ক্রিকেটার বিয়ে করেছেন নিকোলা হ্যানকিক ও হেইলি জনসন/ছবি: সংগৃহীত

দু’জনের বাড়ি দুই দেশে। একজনের অস্ট্রেলিয়া, আরেকজনের নিউজিল্যান্ডে। দু’জনেই নারী ক্রিকেটার। মাঠে পরিচয়, সেখান থেকেই ভালোবাসার শুরু। এরপর পরিণয় তথা বিয়ে। শুরুতে সমলিঙ্গের বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে সেসব থোড়াই কেয়ার করে বিয়েটা সেরেই ফেললেন নিকোলা হ্যানকিক ও হেইলি জনসন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স ও নিউজিল্যান্ডের জাতীয় নারী দলের সদস্য জেনসেন। নারীদের বিগ ব্যাশে বেশ জনপ্রিয় তিনি।

জাতীয় দলের হয়ে তিনি ৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

প্রথম দুই আসরে হ্যানকিকের সঙ্গেই মেলবোর্ন স্টার্সে খেলতেন জেনসেন। কিন্তু তৃতীয় আসরে দল পাল্টে মেলবোর্ন রেনেগেডসে পাড়ি জমান তিনি। কিন্তু হ্যানকিক আগের দলেই থেকে যান।

২০১৩ সালে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা হয়। এরপর দেশটির ঘরোয়া ক্রিকেটের দুই নারী ক্রিকেটার অ্যামি সাটারওয়েট ও লি তাহুহু বিয়ে করেন।

গত বছর দক্ষিণ আফ্রিকার দুই নারী ক্রিকেটার, দলের অধিনায়ক ড্যান ফন নিয়েকার্ক তার সতীর্থ মারিজানে ক্যাপকে বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।