বিশ্বকাপের অধিনায়ক শেষ পর্যন্ত গুলবাদীন নাঈবকেই করা হয়েছে। যদিও এ নিয়ে দলের সিনিয়র তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী সমালোচনা করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ২৩ সদস্যের অনুশীলন ক্যাম্প থেকেই এই ১৫জন বেছে নেওয়া হয়েছে। তবে বাদ পড়েছেন ইকরাম আলী খালি, করিম জানাত ও সৈয়দ শিরাজদ। তাদের অবশ্য বিশ্বকাপের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
আগামী ৩০ মে বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। আর ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানরা।
আফগানিস্তান দল: গুলবাদীন নাঈব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক) নুর আলী জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারী, মোহাম্মদ নবী, রশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব উর রহমান।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৯
এমএমএস