ওয়ালশ জানান, মোস্তাফিজুরের ওপর ছোট ছোট ইনজুরি সবসময় বাসা বেধে থাকে। তাই তাকে বিশ্বকাপে পুরোপুরি ব্যবহারের পক্ষে কাজ করতে হবে।
আয়ারল্যান্ড ও বিশ্বকাপকে কেন্দ্র করে সোমবার (২২ এপ্রিল) মিরপুরে প্রথম অনুশীলন হয় বাংলাদেশ ক্রিকেট দলের। তবে ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কারণে এদিন বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন না। তবে ওয়ালশ শুধু মোস্তাফিজ না, দলের পুরো পেস বিভাগ নিয়েই চিন্তিত। রুবেল হোসেন সাইড স্ট্রেইন, মোহাম্মদ সাইফুদ্দিন কবজি ও আবু জায়েদ রাহিও চোটে ভুগছেন।
তবে মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হচ্ছে ওয়ালশকে। কেননা ২০১৫ বিশ্বকাপের পর ফিজ খ্যাত এই তারকা দলের বোলিং বিভাগে সবচেয়ে ভরসার নাম ছিলেন।
ওয়ালশ বলেন, ‘সে (মোস্তাফিজ) যদি ফিট থাকে, তবে বিশ্বকাপে সবচেয়ে বড় ভূমিকা সেই পালন করবে। যদিও আমরা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করি না। সাকিব, মাশরাফি ও রুবেল বেশ ধারাবাহিক। কিন্তু ফিজ ইনজুরি থেকে ফেরার পর এখনও তরতাজা হয়নি, তার এখনও চোট রয়েছে। ’
তিনি আরও বলেন, ‘পুরোপুরি ফিট মোস্তাফিজ তোমাকে ম্যাচ জেতাবে, তবে আমাদের তাকে সম্ভাব্য ফিট রাখতে হবে। আমাদের হাতে এখনও সময় আছে। আমার চিন্তার বিষয় হচ্ছে, আমি আশাকরি তাকে খুব বেশি পরিশ্রম করাবো না। যদি তাকে আয়ারল্যান্ডে বেশি খেলানো হয়, তবে বিশ্বকাপে তাকে ফ্রেশ পাবো না। ’
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৯
এমএমএস