ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চেন্নাই বদলে আইপিএলের ফাইনাল হায়দ্রাবাদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
চেন্নাই বদলে আইপিএলের ফাইনাল হায়দ্রাবাদে ছবি: সংগৃহীত

গ্যালারি সমস্যার কারণে চলমান আইপিএল ফাইনাল চেন্নাইয়ের বদলে হায়দ্রাবাদে নিশ্চিত করা হয়েছে। আগামী ১২ মে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আর্ন্তজাতিক স্টেডিয়ামে আসরটির সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চেন্নাই সুপার কিংসের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল হওয়ার কথা ছিল। উদ্বোধনী ম্যাচটি ঠিকভাবে সম্পন্ন হলেও তিনটি গ্যালারির সমস্যার কারণে আয়োজকরা ফাইনাল সরিয়ে নেয়।

চেন্নাই অবশ্য ৭ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আয়োজন করবে। যেখানে ২ ও ৮ মে ভিশাকাপন্তমে যথাক্রমে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।