ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টেইনের আইপিএল শেষ, বিশ্বকাপেও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
স্টেইনের আইপিএল শেষ, বিশ্বকাপেও অনিশ্চিত ডেল স্টেইন-ছবি: সংগৃহীত

এক মাস পরেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এমন নাজুক সময়ে কাঁধের ইনজুরির কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন স্টেইন। বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন।

কিন্তু রোববার (২১ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ডান কাঁধে চোট পান এই অভিজ্ঞ বোলার।

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি স্টেইন আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার কাঁধের অস্ত্রোপাচার করানোর সম্ভাবনা আছে। আর অস্ত্রোপাচার করা হলে তার বিশ্বকাপে অংশ নেওয়াই অনিশ্চিত হয়ে পড়বে।

বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড ঘোষণার জন্য ২৩ মে পর্যন্ত সময় পাবে দলগুলো। ফলে এখনও সময় আছে স্টেইনের হাতে। তবে বিশ্বকাপ উপলক্ষে আগামী ১২ মে থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার অনুশীলন ক্যাম্পে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী ৩০ মে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।