ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে বেশি কাজ করেছেন তামিম। বিশ্বকাপের জন্য তামিমের এই কৌশলের প্রশংসা করেছেন প্রধান কোচ স্টিভ রোডস।
এসময় রোডস ইমরুলের বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘ইমরুলকে নিয়ে আমি খুশি। আমরা যা করছি তা হলো সেরা কোয়ালিটিসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং লাইনআপকে গভীর করা, তাহলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা ঘরোয়াতে কিছু ভালো ব্যাটসম্যান পেয়েছি। কিন্তু ইমরুল শীর্ষ ব্যাটসম্যানদের একজন। সে আন্তর্জাতিক পর্যায়ের দারুণণ একজন ব্যাটসম্যান। এবং সে-ই দলে নেই। ’
তিনি আরোও জানান, ‘ইমরুল দলে নেই মানে তার বদলে আমরা যাকে দলে নিয়েছি সেও অবশ্যই ভালো ক্রিকেটার। আমরা অনেক ভালো ক্রিকেটারকেই দলে নিতে পারিনি। তার মানে আমাদের ভালো ক্রিকেটারদের তালিকা বড়। ’
তবে ইমরুলকে প্রয়োজনে দলে ডাকা হবে বলেও জানান রোডস, ‘ইনজুরি বা যেকোনো সমস্যার কারণে আমরা ইমরুলকে ডাকতে পারি। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। দলে নেই এমন অনেক ক্রিকেটারই আছে, কিন্তু ইমরুল তাদের মধ্যে অন্যতম। আমরা ভালো খেলোয়াড়দের দলের বাইরে রেখেছি মানে আমাদের দলের ভেতরে অবশ্যই ভালো খেলোয়াড়রাই আছে। ’
বাংলাদেশ সময়: ২২১৪ ঘন্টা, এপ্রিল ২৫, ২০১৯
আরএআর/এমএইচএম