ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
শুক্রবার বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা ...

২টি তিন দিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলতে শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। প্রায় তিন সপ্তাহের সফরে আসবে পাকিস্তানের যুবারা। শুক্রবার বিকেলে বাংলাদেশে পৌঁছানো কথা রয়েছে তাদের।

আগামী ২৯ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম তিন দিনের ম্যাচ। এরপর ৫ মে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে দ্বিতীয় দিনের ম্যাচ।

এরপর একই ভেন্যুতে হবে তিনটি একদিনের ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল:
মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলি, রিহাদ খান (অধিনায়ক), আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানচীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান (উইকেটরক্ষক), আশিকুর রহমান, শাহরিয়ার আলম মহিম, এবং মুশফিক হাসান।

স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সজীব।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।