ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ চলা কালে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দেশের সংসদ সদস্যদের নিয়েও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এবার ইংল্যান্ডের মাটিতে বসবে বিশ্বকাপের ১২তম আসর।
এই ১০টি দেশের সংসদ সদস্যদের নিয়ে ৯-১৩ জুলাই চার দিনব্যাপী আয়োজিত হবে আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় জানান, ২০১৯ আইসিসি বিশ্বকাপে যে দেশগুলো খেলছে, তাদেরই একটা করে দল এই টুর্নামেন্টে অংশ নেবে। এ ছাড়াও কিছু বিশেষ অনুষ্ঠান আছে, যেগুলো এই দেশগুলোর মধ্য সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও একাধিক সৌজন্য সাক্ষাতও রয়েছে।
এ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন তারা। এদিন সংসদ সদস্যদের মধ্যে অনুশীলনে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মো. ছানোয়ার হোসেন, নাঈমুর রহমান দুর্জয়সহ আরও অনেকে।
অনুশীলন শুরু হয়ে গেলেও এখনও দল চূড়ান্ত হয়নি। ফিটনেস পরীক্ষার পর ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে।
এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সংসদ সদস্যরা ১৪ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমকেএম