ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আজকের দিনে গতির রেকর্ড গড়েন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আজকের দিনে গতির রেকর্ড গড়েন শোয়েব আখতার বল নিয়ে দ্রুত গতিতে ছুটছেন শোয়েব আখতার

২০০২ সালের আজকের দিনে (২৭ এপ্রিল) ইতিহাসের প্রথম কোনো বোলার হিসেবে ১০০ মাইল বেগের বল করে রেকর্গ গড়েছিলেন শোয়েব আখতার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১০০.০৪ মাইল বেগ বা ১৬১ কিলোমিটার বেগে বল ছুড়েছিলেন সাবেক পাকিস্তানের ফাস্ট বোলার।

নিউজিল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানের বিরুদ্ধে দ্রুতগতি সম্পন্ন এই বলটি করেছিলেন শোয়েব। তবে দুঃখের বিষয় এই বলটিকে গতির রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়, গতি মাপার যন্ত্রটি সঠিক মানের ছিল না।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবকে অবশ্য এমন খবর দমিয়ে রাখতে পারেনি। এক বছর পরেই ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফের ১০০ মাইলবেগে (১৬১.০৩ কিলোমিটার বেগে) বল করে রেকর্ডটি নিজের করে নেন।

শোয়েবের আগে গতির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেফ থমসনের দখলে। ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল ছুড়েছিলেন তিনি।

এদিকে শোয়েব আখতারের পরে অবশ্য ব্রেট লি, শন টেইটরা (১৬১.১ কিলোমিটার বেগ) ১০০ মাইল বেগের বল করেছেন। তবে পাকিস্তান তারকা রেকর্ড তার দখলেই রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।