নিউজিল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানের বিরুদ্ধে দ্রুতগতি সম্পন্ন এই বলটি করেছিলেন শোয়েব। তবে দুঃখের বিষয় এই বলটিকে গতির রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি আইসিসি।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবকে অবশ্য এমন খবর দমিয়ে রাখতে পারেনি। এক বছর পরেই ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফের ১০০ মাইলবেগে (১৬১.০৩ কিলোমিটার বেগে) বল করে রেকর্ডটি নিজের করে নেন।
শোয়েবের আগে গতির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেফ থমসনের দখলে। ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল ছুড়েছিলেন তিনি।
এদিকে শোয়েব আখতারের পরে অবশ্য ব্রেট লি, শন টেইটরা (১৬১.১ কিলোমিটার বেগ) ১০০ মাইল বেগের বল করেছেন। তবে পাকিস্তান তারকা রেকর্ড তার দখলেই রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমএমএস