ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাল্টে গেল আইপিএলের সময়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
পাল্টে গেল আইপিএলের সময় ছবি: সংগৃহীত

পূর্বের সূচি অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা)। যা শেষ হতে অনেক সময় ১২টা বেজে যায়। যা ভারতীয়দের কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। এসব ভেবেই এগিয়ে আনা হচ্ছে ম্যাচের সময়।

১২টায় ম্যাচ শেষ করে ঘরে ফিরতে মধ্যরাত পেরিয়ে যায় বেশিরভাগ সমর্থকদের। যার ফলে পরের দিন কাজে যোগ দিতে সমস্যা হয় যা বিভিন্ন দফতরে কাজের সমস্যার সৃষ্টি করে।

অবশ্য আইপিএল শুরুর আগেই দ্বিতীয় ম্যাচের সময় নিয়ে সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছিলো যা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমেও এসেছে।
    
এবার সমর্থকদের দাবিই মেনে নিলো আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। প্রথম রাউন্ডের ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়ে শুরু হলেও প্লে অফের ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় ৮টা) শুরু হবে প্লে অফের চারটি ম্যাচ। আর স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় টস করা হবে।

শনিবার (২৭ এপ্রিল) দিল্লির বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের জরুরী সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।