ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজে যুক্ত হলেন তাসকিন-ফরহাদ রেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আয়ারল্যান্ড সিরিজে যুক্ত হলেন তাসকিন-ফরহাদ রেজা ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ

বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ঘোষণা করা হয় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলও। তবে দুই দল থেকেই বাদ পড়েন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সমর্থকদের মাঝে অসন্তুষ্টির সৃষ্টি হয়। অবশেষে আয়ারল্যান্ড সিরিজের দলে ফিরলেন তাসকিন। তার সঙ্গে সুযোগ হয়েছে দীর্ঘদিন থেকে দলের বাইরে থাকা ফরহাদ রেজারও।

শনিবার (২৭ এপ্রিল) থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন আয়ারল্যান্ড সিরিজে যুক্ত হচ্ছেন তাসকিন ও ফরহাদ রেজা। সেই গুঞ্জনকেই সত্য ঘোষণা করলো বিসিবি।

রোববার (২৮ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে আয়ারল্যান্ড সিরিজে অন্তর্ভূক্ত করা হয়েছে যা শুরু হবে আয়ারল্যান্ডের মাটিতে আগামী মাসে। বাংলাদেশ দল ১ মে দেশ ছাড়বে।

পায়ের গোড়ালির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও দলে ডাক না পেয়ে বেশ ভেঙ্গে পড়েন তাসকিন। অপরদিকে ঘরোয়া ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে দীর্ঘদিন পর আলোচনায় আসেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তবে দুজনের কেউই দলে ডাক না পাওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়।  

শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে না হলেও আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ডাক পেলেন এই দুই ক্রিকেটার। মূলত রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের উপর চাপ কমাতেই তাদের দলে ডাকা হয়েছে।  

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত প্রশ্নে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মোস্তাফিজ কবে নাগাদ পুরোপুরি বোলিং করতে পারবে বোঝা যাচ্ছে না। রুবেলও অনেকদিন ম্যাচ খেলেনি। তারও কিছু সমস্যা রয়েছে। আয়ারল্যান্ডে যেন তাদের ওপর চাপ না পড়ে সেজন্য বাড়তি দু্ইজন পেসার নিয়ে যেতে চাইছি আমরা। ’

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইয়াসির আলি চৌধুরি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমকেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।