ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
দেশে ফিরলেন সাকিব দেশে ফিরেছেন সাকিব/ছবি: বাংলানিউজ

দু'দিন বিরতির পর আবারও পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ৭ মে থেকে মাঠে গড়াতে যাওয়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের লক্ষ্যেই এ অনুশীলন। দলের অনুশীলনে যোগ দিতেই রোববার (২৮ এপ্রিল) ভারত থেকে দেশে ফিরেছেন দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন সাকিব। তবে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএলকে বিদায় জানিয়ে দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে বিকেল ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।

আইপিএলে আগের বেশিরভাগ আসরেই দারুণ পারফরম্যান্স করলেও চলতি আইপিএলে তেমনিভাবে মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। প্রত্যাশা অনুযায়ী পাননি খেলার সুযোগ। প্রথম ম্যাচ খেলার পর আট ম্যাচ থাকতে হয় একাদশের বাইরে। এরপর দু'টি ম্যাচে সুযোগ পেলেও দল হারার পাশাপাশি সাকিবের পারফরম্যান্সও নজরকাড়ার মতো ছিলো না।

তিন ম্যাচ খেলে মাত্র দুই উইকেট এসেছে তার ঝুলিতে। সোমবার (২৯ এপ্রিল) থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।