ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লির ম্যাচের একটি অংশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে ১২ ম্যাচে ৮ জয় নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস। রোববার (২৮ এপ্রিল) নিজেদের মাঠে ১৬ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারায় দিল্লি। 

দিল্লির দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে বিরাট কোহলিদের ইনিংস ১৭১ রানেই থেমে যায়। পার্থিব প্যাটেল ও কোহলির ওপেনিং জুটি ভাঙে ৬৩ রানে।

দলীয় সর্বোচ্চ ৩৯ রান আসে প্যাটেলের ব্যাট থেকেই। অধিনায়ক কোহলি করেন ২৩ রান। এছাড়া এবি ডিভিলিয়ার্স ১৭, দুবে ২৪, গুরকেরাথ সিং ২৭ ও স্টোয়েনিস ৩২ রান করেন।

দিল্লির হয়ে দু’টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মিশ্র। আর একটি করে নেন ইশান্ত শর্মা, প্যাটেল ও রাদারফোর্ট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শেখর ধাওয়ানের জুটি করে ৩৫ রান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ধাওয়ানের হাফ সেঞ্চুরিই মূলত দলীয় স্কোর বড় করে। দলীয় সর্বোচ্চ ৫২ রান আসে আইয়ারের ব্যাট থেকে। ধাওয়ান করেন ৫০ রান। ব্যাঙ্গালুরুর হয়ে দু’টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া একটি করে নেন উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর ও সাইনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।