২৩৩ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। এরপর হারদিক পান্ডিয়া ছাড়া কোন ব্যাটসম্যানই রানের দেখা পানি।
৩৪ বলে ৯১ রানে এক টর্নেডো ইনিংস খেলে আউট হন পান্ডিয়া। এতে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৭ উইকেটে ১৯৮ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ৩২ রানের সহজ জয় তুলে নেয় কলকাতা। সুনিল নারাইন, অ্যান্ড্রু রাসেল ও গার্নে দু’টি এবং পিযুশ চাওলা একটি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতাকে দারুণ সূচনা এনে দেন সাবম্যান গিল ও ক্রিস লিন। ৯৬ রান আসে তাদের ব্যাট থেকে। ২৯ বলে ৫৪ রান করে আউট হন লিন। এরপর দ্বিতীয় উইকেটে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৬২ রান যোগ করেন সাবম্যান গিল। ৪৫ বলে ৭৬ রান করে আউট হন তিনি।
ইনিংসের বাকি অংশটুকু একাই টেনে নিয়ে যান রাসেল। ৪০ বলে ৮০ রানের ইনিংস খেললে ২ উইকেটে ২৩২ রানে রড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা। আইপিএল ইতিহাসে এটি কলকাতার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুম্বাইয়ের রাহুল চাহার ও হারদিক পান্ডিয়া ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/জিপি