ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ আঙুল দেখিয়ে কী বোঝালেন কোহলি? 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
৯ আঙুল দেখিয়ে কী বোঝালেন কোহলি?  ছবি: সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সময়টা মোটেই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বে ব্যাঙ্গালুরু ১২ ম্যাচে ৮টিতেই হেরে বসে আছে। এরই মধ্যে কোহলির এক ছবি সমর্থকদের মধ্যে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।

রোববার (২৮ এপ্রিল) আইপিএলের ৪৬তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে টসে হারেন ব্যাঙ্গালুরু অধিনায়ক  কোহলি।

ধারাভাষ্যকার যখন টসজয়ী দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ারের সঙ্গে কথা বলছিলেন তখন কোহলি ব্যাঙ্গালুরুর ডাগআউটের দিকে ৯টি আঙ্গুল তুলে কিছু একটা ইঙ্গিত করেন। এই ছবি প্রকাশ পেতেই সমর্থকদের মাঝে কৌতূহল জাগে। কেনো করলেন কোহলি এমন, কী বোঝাতে চাইলেন? এমন সব প্রশ্নে ভেসে যেতে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

চলতি আইপিএলে বড় রান করেও বারবার হারতে হচ্ছে কোহলিদের। এমনকি টস ভাগ্যও সঙ্গ দিচ্ছে না। ১২ ম্যাচের মধ্যে যেমন ৮ ম্যাচেই হারতে হয়েছে, তেমন ৯ ম্যাচেই টসেও হারতে হয়েছে কোহলিকে।

রোববার ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিরুদ্ধে আরও একবার টসে হারার পর কোহলি তার সতীর্থদের দিকে ফিরে প্রথমে হাতের ৯টি আঙুল দেখালেন। যা দিয়ে তিনি বোঝালেন, ৯টি ম্যাচে তিনি টস হেরেছেন।

টস হারার সঙ্গে ম্যাচেও ১৬ রানে হেরেছে ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।