আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সোমবার (২৯ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মাশরাফি বলেন, 'আমি ভাগ্যে বিশ্বাস করি, তার মানে এই না যে হাত-পা গুটিয়ে বসে থাকতে হবে।
বিশ্বকাপের সেমিফাইনালকেই পাখির চোখ করছেন মাশরাফি। বললেন, 'আমরা সেমিফাইনালের লক্ষ্য নিয়ে যাবো। সেমিতে যাওয়াই হবে বড় প্রাপ্তি। ইংলিশ কন্ডিশনে ৩২০ গড় ধরা যায়, আমাদের এমন মানসিকতা নিয়ে খেলতে হবে যেন ৩২০ চেজ করে আমরা ৩২১ করতে পারি। কোনোভাবেই ২৫০ রানে গুটিয়ে যাওয়া যাবে না। আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে হবে। '
লিটন দাস ও সৌম্য সরকারকে নিয়েও আশার বাণী শোনালেন মাশরাফি, 'লিটন দাস ও সৌম্য সরকার দুজনেই ভালো খেলে। তাদের নিয়ে অনেক সমালোচনা হয়। তামিমকে ধরে খেলতে বলা হয় দেখেই লিটন আর সৌম্যকে খেলার জন্য ফ্রিডম দেওয়া হয়। তবে তারা ধারাবাহিক না। এক-দুই ম্যাচে ভালো খেললে তাকে ফর্মে থাকা বলে না। ধারাবাহিক ভাবে ভালো খেলতে হবে। আশা করি তারা ভালো করবে। '
দলে যারা নতুন সুযোগ পেয়েছে তাদের প্রসঙ্গে অধিনায়ক বলেন, 'আমার মনে হয় যারা নতুন এসেছে, তাদের আয়ারল্যান্ডে কিছু ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারা বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গেই থাকবে, তাতে কারো ইনজুরি হয়ে গেলে যেন ব্যাকআপ হিসেবে কাজে লাগতে পারে। হঠাৎ করে কাউকে নিয়ে গেলে কিছুটা পিছিয়ে থাকতাম। তাই মনে করি আয়ারল্যান্ডে যেহেতু আমরা ৫টি ম্যাচ খেলবো (সম্ভাব্য ফাইনাল সহ) তাই পেসারদের ব্যাকআপ থাকাটাও জরুরি ছিল। যেহেতু ইনজুরিটা আমাদের হাতে নেই। '
ত্রিদেশীয় সিরিজ খেলতে ১ মে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের ৫ মে সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা ৭ মে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৭ মে। ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে উড়াল দেবে ইংল্যান্ডে। ২ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/এমএইচএম