সোমবার (২৯ এপ্রিল) ভারতের হাই-কমিশনার রিভা গাঙ্গুলি দাস জাহানারার হাতে ভারতের ভিসা তুলে দেন।
প্রথম কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন জাহানারা আলম।
‘ভেলোসিটি’র একাদশে সুযোগ পেয়ে ভালো কিছু করতে চান বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৩০টি আর টি-টোয়েন্টিতে ৩৯টি উইকেট নেয়া জাহানারা। ভারতসহ অন্যদেশের নারী ক্রিকেটের বড় তারকাদের বিপক্ষে খেলবেন জাহানারা। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা বড় পাওয়া বলেই মনে করেন তিনি।
আগামী ৬ মে থেকে ১১ মে ভারতের জয়পুরে হবে এ টি-টোয়েন্টি লিগ। ২০১৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘ট্রেইলব্লেজার্স’ ও ‘সুপারনোভাস’ নামের দু’টি দল অংশ নিয়েছিল। এবারের টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে অংশ নিচ্ছে ‘ভেলোসিটি’।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/এসএ