ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড থেকে ১০ দিনের ছুটিতে হঠাৎই দেশে ফিরলেন মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
ইংল্যান্ড থেকে ১০ দিনের ছুটিতে হঠাৎই দেশে ফিরলেন মালিক শোয়েব মালিক-ছবি: সংগৃহীত

এবারের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপের আগে এই ইংল্যান্ডেই স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে নিজেদের দারুণভাবে ঝালাই করার সুযোগ পাচ্ছে পাকিস্তান। তবে এরই মধ্যে ভিন্ন খবর শুনতে হলো তাদের। দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক ব্যক্তিগত কারণে হঠাৎই দেশে ফিরেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড মালিককে ১০ দিনের ছুটি দিয়েছে। তবে শেষ ফেরার কারণ সম্পর্কে তেমন কিছু জানায়নি পিসিবি।

আর এই ছুটির ফলে ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ও ৮ মে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না মালিক।

১১ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলে মালিকের অন্তর্ভুক্তি অবশ্য সমালোচনার জন্ম দিয়েছে। কেননা ইংলিশদের মাটিতে তার ২৩ ইনিংসে গড় মাত্র ১৩.৬।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।