এম চিন্নাসামি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৬২ রান করে স্বাগতিক আরসিবি। কোহলি ২৫ ও এবি ডি ভিলিয়ার্স ১০ রান করেন।
গোপাল ছাড়া রাজস্থান বোলারদের মধ্যে ওশানে টমাস দু’টি এবং পরাগ ও উনাদকাট একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নামা সফরকারীদের ৩ দশমিক ২ ওভারে ফের বৃষ্টি নামলে ম্যাচটি আম্পায়াররা নো রেজাল্ট হিসেবে বিবেচনা করেন। এসময় রাজস্থান এক উইকেট হারিয়ে ৪১ রান করেছিল। সাঞ্জু স্যামসন ১৩ বলে ২৮ রান করেন।
১৩ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া কোহলিদের বিদায় নিশ্চিত হলো। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে রাজস্থান।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএমএস