ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বয়সের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করলেন লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মে ২, ২০১৯
বয়সের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করলেন লারা ব্রায়ান লারা-ছবি: সংগৃহীত

ব্রায়ান চার্লস লারা, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের রেকর্ডের মালিক তিনি। নিজের দিনে পৃথিবীর যেকোনো বোলারকে স্রেফ নাস্তানাবুদ করে ছাড়তেন। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ‘স্ট্রেইট ড্রাইভ’ যদি হয় দৃষ্টিনন্দন, লারা’র ‘পুল শট’ এক কথায় অসাধারণ। আজ ক্যারিবীয় কিংবদন্তির ৫০তম জন্মদিন।

ক্যারিবিয়ান ক্রিকেটের সোনালী প্রজন্মের শেষ, আর লারা’র উত্থান প্রায় একই সময়ে। ভঙ্গুর ওই দলটিকে প্রায় একাই টেনে নিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩১ টেস্টের ক্যারিয়ারে তার রান ১১ হাজার ৯১২, সেঞ্চুরি ৩৪টি আর ফিফটি ৪৮টি।

লারা’র ওয়ানডে ক্যারিয়ারও ছিল দারুণ। ২৯৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪০.৯০ গড়ে ১৯টি সেঞ্চুরি ও ৬২টি ফিফটিসহ ১০ হাজার ৩৪৮ রান ঝুলিতে পুরেছিলেন তিনি। এছাড়া তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের কীর্তির মালিক। ১৯৯৪ সালে এজবাস্টনের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের ওই কীর্তি আজও অমলিন।

ঘরের মাঠে অনুষ্ঠিত ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছিলেন লারা। ওটাই তার শেষ টুর্নামেন্ট। সেবার সুপার এইটের ম্যাচে ইংলিশদের কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লারা’র। একই প্রতিপক্ষের বিপক্ষে এক মাস পর তার টেস্ট অভিষেকও সম্পন্ন হয়। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ৪৭ টেস্ট ও ১২৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেট নক্ষত্র। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কিছুদিন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও জড়িয়েছিলেন তিনি। এরপর গলফেও দেখা গেছে তাকে। সর্বশেষ তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।