গত ২৮ এপ্রিল র্যায়ল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজ দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে চোট পান এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি রাবাদা। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যায় ২৫টি।
ইনজুরির কারণে দলের পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই ডানহাতি ফাস্ট বোলার। তার পিঠে স্ক্যান করানো হলে পরে ক্যাপিটালস থেকে দ.আফ্রিকার সঙ্গে আলোচনা করা হয়। আর শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটি রাবাদাকে দেশে ফেরার পরামর্শ দেয়।
আইপিএল থেকে ছিটকে যাওয়ার ফলে রাবাদা গ্রুপ পর্বে রাজস্থান র্যায়লস ও প্লে-অফের ম্যাচে আর খেলতে পারছেন না।
এদিকে রাবাদার ইনজুরি প্রোটিয়াদের নতুন করে চিন্তা ফেলে দিয়েছে। কেননা দলটির বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রায় সব ফাস্ট বোলারই চোটে ভুগছেন। কিছুদিন আগে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা অভিজ্ঞ ডেল স্টেইনও আইপিএল থেকে ছিটকে যান। আর আসরটি শুরুর আগেই লুনগি এনগিদি ও অ্যানরিচ নোরতে নিজেদের ফিট প্রমাণ করতে ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএমএস