উইন্ডিজ ওপেনার সাই হোপ ও জন ক্যাম্পবেল মিলে করলেন উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে প্রথম উইকেট জুটির সর্বোচ্চ রানের মালিক বর্তমানে হোপ ও ক্যাম্পবেল।
এর আগে ২০১৮ সালে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক আর ফাখর জামান মিলে গড়েছিলেন ৩০৪ রানের জুটি। ওই ম্যাচেই আবার ফাখর জামান গড়েছিলেন নিজ দেশের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড। অপরাজিত ছিলেন ২১০ রানে।
৪৪.২ ওভার শেষে এই জুটি ভেঙে আউট হয়ে ফেরেন ক্যাম্পবেল। তিনি করেন ১৩৭ বলে ১৭৯ রান যেখানে তিনি খেলেন ১৫টি চার ও ৬টি ছক্কার মার। হোপ ফেরেন ১৭০ রানে যেখানে তিই খেলেন ২২টি চার ও ২টি ছক্কা মার।
নির্ধারিত ৫০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৩৮১ রান।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমকেএম