লম্বা সময় ধরে পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন ইনজামাম। তবে ডন জানাচ্ছে, পিসিবির সঙ্গে এক উচ্চ পর্যায়ের সভা শেষে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন ইনজামাম।
২০১৬ সালে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান ইনজামাম। সে সময়ের পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি শাহারিয়ার খানকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেন সাবেক এই ব্যাটসম্যানকে। তবে পিসিবি চেয়ারম্যান ও তার সিদ্ধান্তে আরও বেশ কয়েকটি পদের পরিবর্তনের ফলে বোর্ডে বেশ অচলাবস্থার সৃষ্টি হয় বলেও জানা যায়। যার প্রভাব পড়ে দলের উপরেও।
ইনজামাম ও তার কমিটির চুক্তি প্রাথমিকভাবে ৩০ এপ্রিল শেষ হয়। কিন্তু বিশ্বকাপের কারণে পিসিবি তা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এর পর আর চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো আভাস পাওয়া যায়নি বোর্ডের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমকেএম