ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে থেকে আইপিএল প্রথম পর্ব শেষ করল ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, মে ৬, ২০১৯
শীর্ষে থেকে আইপিএল প্রথম পর্ব শেষ করল ধোনির চেন্নাই শীর্ষে থেকে আইপিএল প্রথম পর্ব শেষ করল ধোনির চেন্নাই

১৪ ম্যাচে ৯ জয় নিয়ে শীর্ষে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্ব শেষ করল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যদিও রোববার (০৫ মে) কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হারে তারা।

চেন্নাইয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্য পার হতে খুব বেশি কষ্ট করতে হয়নি পাঞ্জাবকে। ১২ বল হাতে রেখেই পাঞ্জাব পৌঁছে যায় জয়ের বন্দরে।

উদ্বোধনী জুটিতেই পাঞ্জাব তোলে শতরান। ওপেনার কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৭১ রান। যা দলের হয়েও সর্বোচ্চ রান। এছাড়া ক্রিস গেইল ২৮, নিকোলাস পুরান ৩৬ রান করেন।

চেন্নাইয়ের হয়ে একাই তিন উইকেট নেন হারভজন সিং। আর একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩০ রানেই প্রথম উইকেট হারায় চেন্নাই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেটের পতন হতে থাকে ধোনির দলের। দলীয় সর্বোচ্চ ৯৬ রান আসে ওপেনার ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। এছাড়া হাফ সেঞ্চুরি করেন সুরেশ রায়না (৫৩)।

পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন স্যাম কুরান। আর দুই উইকেট নেন মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।