ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান নার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
চলে গেলেন সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান নার্স চলে গেলেন সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান নার্স-ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (মে ০৬) পৃথিবীর মায়া ত্যাগ করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান সেইমোউর নার্স। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৬০ থেকে ১৯৬৯ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন তিনি।

ক্যারিবীয় ও বার্বাডোজের আরেক ক্রিকেটার ডেসমন্ড হাইন্স তার ফেসবুক পোস্টে নার্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

বার্বাডোজের মিডলঅর্ডার ব্যাটসম্যান নার্সের ১৯৬০ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়।

তবে ১৯৬৬ সালে ক্যারিবীয়দের ইংলিশ সফরে পাঁচ টেস্টে ৫০১ রান করে পরের বছর উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

নার্স তার ক্যারিয়ারে ৪৭.৬০ গড়ে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরিসহ ২৫২৩ রান করেছেন। আর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ক্যারিয়ারে সেরা ২৫৮ রান করেছিলেন।

খেলা থেকে অবসরের পর বার্বাডোজের নির্বাচক ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন নার্। এছাড়া বার্বাডোজের ন্যাশনাল স্পোর্স কাউন্সিলের দীর্ সময় স্ট্যান্ডিং কোচ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।