ব্রিসবেনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ান একাদশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। ৭৭ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৮৯ রানে দারুণ এক ইনিংস খেলেন অজিদের সাবেক অধিনায়ক স্মিথ।
স্মিথের রান পাওয়ার ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া জয় পায়নি। তরুণ কিউই ব্যাটসম্যান উইল ইয়ংয়ের অন্যবদ্য সেঞ্চুরিতে (১৩০) ভর করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ। হাফসেঞ্চুরির দেখা পান জাতীয় দলে খেলা টম ল্যাথাম (৬৯)।
গত বছর কেপটাউনে বল টেম্পারিংয়ের জন্য অস্ট্রেলিয়া দলে ১২ মাসের নিষেধাজ্ঞা পান স্মিথ-ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে গত ফেব্রুয়ারিতে বিপিএল দিয়ে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রত্যাবর্তন ঘটে অজিদের এই সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়কের। চলমান আইপিএলেও হেসেছে তাদের ব্যাট।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন স্মিথ-ওয়ার্নার। দীর্ঘ নির্বাসন শেষে অজিদের হয়ে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি তাদের।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘন্টা, মে ০৬, ২০১৯
এমএমএস