ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ দলের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মে ৮, ২০১৯
পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ দলের সিরিজ জয় ...

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচে ড্র করে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে ছিল স্বাগতিক যুবারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করলে ম্যাচ ড্র ঘোষণা হয়। সর্বোচ্চ ৩৫ রান করেন সামির সাকিব।

এছাড়া মুহাম্মদ ওয়াক্কাস ২৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৯২ রানে অলআউট হয়। রিয়াদ খান ১৩৬ রান করে অপরাজিত থাকেন। মোফিজুল ইসলাম রবিন করেন ৫৩ রান। পাকিস্তান বোলারদের মধ্যে আসির মুঘল ৪টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২২০ রানে গুটিয়ে যায়। উমের ইমান ৫৭ রান করে। স্বাগতিক বোলার মুশফিক হাসান ৩টি উইকেট নেন। পরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। আইচ মোল্লাহ সর্বোচ্চ ৮৭ রান করেন।

পাকিস্তান যুবাদের প্রায় তিন সপ্তাহের এই সফরটিতে তারা আরও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ যুবাদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।