ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মে ৯, ২০১৯
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ-সংগৃহীত

বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ফলে সিরিজের তৃতীয় ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে দু’দলকে। 

সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৯ মে) ডাবলিনে বাংলাদেশ সময় বেলা ৩-৪৫ মিনিটে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে পিচ ঢেকে রাখা হয়।

মাঝে একবার বন্ধ হলেও দুই দল টস করতে নামার আগেই ফের শুরু হয় বৃষ্টিপাত। আম্পায়াররা মাঠ পরিদর্শনে বের হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় তাও সম্ভব হয়নি। এরপর প্রায় দুই ঘণ্টা কেটে গেলেও বৃষ্টি কমার সম্ভাবনা দেখা না যাওয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭-১২ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

পিচ আর বোলারদের রানিংয়ের জায়গা ঢাকা থাকলেও আউটফিল্ড এরইমধ্যে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। আরও কিছুক্ষণ পরে আম্পায়াররা মাঠ পরিদর্শন করার কথা থাকলেও ফের মুষলধারে বৃষ্টি শুরু হলে ম্যাচ আর মাঠে গড়ায়নি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড আর ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সফরটা জয় দিয়েই শুরু করে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ৯, ২০১৯
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।