২০১৭ ও ২০১৮ সালে কমপক্ষে ১০ ম্যাচ খেলেছেন এমন ওপেনারদের নিয়ে তালিকাটি সাজানো হয়েছে। গেল ২ বছরে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলে তামিমের রান ১ হাজার ৩৩০।
দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা তামিমের চেয়ে ২০টি ম্যাচ বেশি খেলে রান করেছেন ২ হাজার ৫০৮, গড় ৭১.৬৫। তালিকার তিনে থাকা পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের গড় ৬৪.৬৪ এবং তার ওপেনিং সঙ্গী ফখর জামানের গড় ৫৬.৫২।
তালিকার পঞ্চম স্থানে থাকা ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ব্যাটিং গড় ৫৪.৮০ আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের গড় ৫০.৪২।
গত দুই বছর নয়, যদি শুধু গেল বছরকে হিসেবে ধরা হয় তাহলে তামিমের ব্যাটিং গড় আরও বেশি। এই সময়ে ১২টি ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৮৫.৫! আছে ২টি সেঞ্চুরি আর ৬টি অর্ধশতকও।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১০, ২০১৯
এমএইচএম