শনিবার (১১ মে) বিকেলে বিসিবি পাপন সাংবাদিকদের বলেন, ‘এ কথাটা আগে থেকেই ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এমন কোনো সিদ্ধান্ত এখনো নেইনি, আমার কাছে কোনো প্রোপজাল আসেনি।
বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন না তাসকিন আহমেদ। আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দলে নেয়া হয় নাঈম হাসান ও ইয়াসির আলীকে। পরে শেষ মুহূর্তে আয়ারল্যান্ডের জন্য দলে নেয়া হয় তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে।
যদিও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে এখনও খেলার সুযোগ হয়নি তাসকিন ও রাহীর। তবে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলেছিলেন তাসকিন। সেখানে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
তবে বিসিবি সভাপতি ব্যক্তিগত ভাবে মনে করেন, একজনকে দলে সুযোগ দিয়ে তাকে না খেলিয়ে বাদ দিয়ে অন্য কাউকে দলে নেয়াটা ঠিক হবে না। যেহেতু ২২ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে সেহেতু তাসকিন দলে সুযোগ পাবে কিনা তা নিয়ে হয়তো অরোও অপেক্ষা করতেই হবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
আরএআর/এমএমএস