ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কিশোরদের দাপুটে জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কিশোরদের দাপুটে জয়  পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশের কিশোররা-সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল। পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ দলকে ৮৯ রানে হারিয়েছে কিশোর টাইগাররা।

শনিবার (১১ মে) শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৬ রান করেছেন মাহফুজুর রহমান রাব্বি।

ব্যাট হাতে ৩৫ রানে অপরাজিত ছিলেন আজিজুল হক রনি। ৩৪ রান এসেছে সাকিব শাহরিয়ারের ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ফরহাদ খান।

জবাবে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। একমাত্র কাশিফ আলির ৬৪ রানের ওপর ভর করে কিছুটা প্রতিরোধ করেছিল অতিথিরা। মোহম্মদ ওয়াকাস করেছেন ২৭ রান। ১৯ রানে অপরাজিত ছিলেন আসির মোগল।

ব্যাটিংয়ের মতো ব্যাট হাতেও সফল রনি ও রাব্বি। ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রনি। সমান দুই উইকেট নিতে রাব্বির খরচ হয়েছে ৩১ রান। ৩৪ রানে দুই উইকেট নিয়েছেন মুশফিক হাসানও।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ মে। এর আগে দুই দলের তিনদিনের দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, মে ১১, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।