ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নেপালকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
নেপালকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল-সংগৃহীত

হুইলচেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে টিকে রইলো মোহাম্মদ মহসীনের দল।

বৃহস্পতিবার (১৬ মে) ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। নেপালের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই জয় পেয়ে যায় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে মোহাম্মদ রিপনের ব্যাট থেকে। এছাড়া জাবেদ আহমেদ ৩৮ ও সাজ্জাদ হোসেন ৩১ রান করেন।

নেপালের হয়ে দিগরম সিং ও সুদীপ রায় একটি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি নেপাল। ইনিংসের ৫ বল বাকি থাকতেই ১৪৮ রানে দলটির ইনিংস গুটিয়ে যায়। নেপালের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে হোমনাথ রায়ের ব্যাট থেকে। এছাড়া দিগম সিং ৩৫ ও বিষ্ণু পাকর ১৬ রান করেন।  

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ মহিদুল ইসলাম দুটি ও মোহাম্মদ রামিম শেখ একটি উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়ঃ ১৬৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।