ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা টস। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশে নেই সাকিব আল হাসান।

সপ্তমবারের মতো কোনো সিরিজের ফাইনালে বাংলাদেশ। এমন এক ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাসের পাশাপাশি অস্বস্তির নাম সাকিব আল হাসানের পিঠের চোট।

খেলছেন না ফাইনাল ম্যাচে।  তবে সাকিবের ইনজুরি নিয়ে ভাবছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

ফাইনাল খেললেও বাংলাদেশের বিপক্ষে গত দুই ম্যাচেই হেরেছে জেসন হোল্ডারের দল। এক শাই হোপ ছাড়া আশা ছড়াতে পারেননি ক্যারিবিয়ানদের কেউ। সিরিজে চার ম্যাচের মধ্যে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরি করেন হোপ। ৯৯ গড়ে সিরিজে সর্বোচ্চ ৩৯৬ রানও তার।  

মাশরাফি অবশ্য ফাইনাল নিয়ে বেশ আশাবাদী। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে জয়ের পর জানান, ‘আমরা সিরিজের তিন ম্যাচই জিতেছি এবং ফাইনালের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ’ 

এই পিচে ৩০০ উর্ধ্ব লক্ষ্য তাড়া করেও জেতা সম্ভব তা টাইগাররা আগে দেখিয়েছেন। তবে মাশরাফি বোধহয় টসে জিতলে ফিল্ডিংই নিতে চাইবেন। কারণ বৃষ্টির কারণে পরিত্যক্ত এক ম্যাচ (টস হয়নি) বাকি তিন ম্যাচেই বাংলাদেশ জিতেছে লক্ষ্য তাড়া করে। তিনবারই টসে হারেন মাশরাফি।  

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও  মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশঃ শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও রামোন রেইফার।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।