ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তারুণ্যেই শক্তি খুঁজে পাচ্ছেন কোচ স্টিভ রোডস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২১, ২০১৯
তারুণ্যেই শক্তি খুঁজে পাচ্ছেন কোচ স্টিভ রোডস স্টিভ রোডস-ফাইল ফটো

বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদউল্লাহ এই পাঁচ জনের ওপরই দাঁড়িয়ে আছে পুরো দল। অভিজ্ঞার ভাণ্ডারে সমৃদ্ধ তারা। কিন্তু দলে বাকি সদস্যদের আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা অল্প দিনের। তবে সম্প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ে অন্যতম ভূমিকা ছিল তরুণদেরই।

ফাইনালে সাকিব না থাকলেও চাপটা দারুণভাবে সামাল নিয়েছেন তারা। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস এখানেই স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে চান।

তার মতে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক শক্তিশালী। এখন বাংলাদেশ দল সাকিব তামিম, মাশরাফির ওপর নির্ভরশীল নয়।

স্টিভ রোডস বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রান তাড়া করাটা অসাধারণ ছিল। দুই-তিন জন দারুণ ব্যাট করেছে। আমি মোসাদ্দেকের কথা উদাহরণ দিতে পারি। মূল একাদশের সবার জায়গা নিয়ে ভয় ঢুকিয়ে দিতে পারে সে। ’

তবে রোডস মনে করেন এটা বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি। রোডস জানান, ‘এটাই আমাদের দলের গভীরতা বলতে পারেন। সে (মোসাদ্দেক) হয়তো খেলবে না, তবু কী দুর্দান্ত তার পারফরম্যান্স। সে না খেললেও আমাদের দল কিন্তু দারুণ। কারণ অন্যান্য খেলোয়াড়রাও অসাধারণ খেলছে। এ জিনিসটাই আমাদের আত্মবিশ্বাস জোগায়, যা আমাদের বড় ম্যাচে ভালো খেলতে সহায়তা করে। ’

দলের শক্তি নিয়ে রোডস আরও বলেন, ‘তরুণরা বুঝিয়ে দিয়েছে যে আমাদের স্কোয়াডটাই আসলে শক্তিশালী। আমরা চাচ্ছিলাম স্কোয়াডে পারফরম্যান্সের গভীরতা দেখাতে। আবু জায়েদ ৫ উইকেট পেলো কিন্তু আমরা তাকে ফাইনালে নিতে পারিনি। তবে তার জায়গা না পাওয়ার অর্থ দাঁড়ায় দলে যারা ছিলো তারাও দুর্দান্ত খেলোয়াড়। দলের সবাই বুঝতে পেরেছে আমরা দল হিসেবে ভালো, শুধু একাদশ কিংবা ব্যক্তি খেলোয়াড় হিসেবে নয়। বাদ পড়াদেরও বুঝতে হবে তারা খারাপ খেলায় নয়, মাঠে ভালো খেলোয়াড়রা রয়েছে বলেই বাইরে বসে আছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, মে ২১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।