ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নভেম্বরে ভারত সফরে যাবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ৪, ২০১৯
নভেম্বরে ভারত সফরে যাবে টাইগাররা বিশ্বকাপে দ. আফ্রিকার বিপক্ষে জয়ের পর আনন্দে মাঠ ছাড়ছে মাশরাফিরা: ছবি-সংগৃহীত

তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলতে নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। 

দুই দলের প্রথম টি-টোয়েন্টি হবে ৩ নভেম্বর, দিল্লীতে। দ্বিতীয়টা হবে ৭ নভেম্বর, রাজকোটে।

১০ নভেম্বর, নাগপুরে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর, ইনডোরে। ২২ নভেম্বর, কলকাতায় হবে শেষ টেস্ট।

বর্তমানে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সূচী পার করছে বাংলাদেশ ও ভারত। ০২ জুন (রোববার) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। ০৫ জুন (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে বিরাট কোহলির দল।  

২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৯ 
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।