ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছেলের খেলা দেখতে ইংল্যান্ড যাচ্ছেন সাকিবের বাবা-মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ছেলের খেলা দেখতে ইংল্যান্ড যাচ্ছেন সাকিবের বাবা-মা

মাগুরা: ছেলের খেলা সরাসরি মাঠে বসে দেখতে ইংল্যান্ডে যাচ্ছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল ও মা শিরিন রেজা।

বুধবার (১৯ জুন) সকালে সাকিবের বাবা-মা বাংলাদেশ থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন।  

সাকিবের বাবা মাশরুর রেজা বাংলানিউজকে বলেন, সরাসরি মাঠে বসে কখনো সাকিবের খেলা দেখা হয়নি।

এবারই প্রথম গ্যালারিতে বসে সাকিবের খেলা উপভোগ করবো। ইংল্যান্ড যাওয়ার জন্য সাকিব আগেই সব ব্যবস্থা করে গেছে। বাকি কাজ আমি নিজে বেশ কয়েকদিন আগেই সম্পন্ন করে রেখেছি। আশা করছি ১৯ তারিখের পরবর্তী বাংলাদেশের ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখতে পারবো।

তিনি বলেন, সাকিবের মতো বাংলাদেশ টিমের প্রতিটি সদস্য আমার এক একটি সন্তান। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তারা সবাই যেন সুস্থ্য থাকে এবং প্রতিটি ম্যাচে তারা তাদের সেরা খেলা উপহার দিয়ে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।